সিলেট বিভাগের চারটি জেলাসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সময়্ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন, লন্ডন একটি হেল্প লাইন স্থাপন করেছে। জরুরি প্রয়োজনে সপ্তাহের প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল ফোন নম্বর ০৭৪২৪৪৮৩২৪২-এর মাধ্যমে হেল্প লাইনে যোগাযোগ করার জন্য প্রবাসি ভাই-বোনদের পরামর্শ দেয়া হলো। এছাড়া ২৪ ঘন্টা যেকোনো সময় [email protected]; এবং
[email protected] ঠিকানায় ইমেল পাঠিয়ে হেল্প লাইনে যোগাযোগ করা যেতে পারে।
এ সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, “সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে। সিলেট বিভাগের চারটি জেলাসহ বাংলাদেশের মোট ১৩ টি জেলা এ পর্যন্ত বন্যা কবলিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রশাসন বন্যাকবলিত মানুষদের উদ্ধারে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে এবং ভয়াবহ বন্যা মোকাবিলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ১৩টি জেলায় এ পর্যন্ত মোট ৪ কোটি ৪২ লক্ষ টাকা, ৩,২২০ টন চাল ও ৭৮,৫০০ বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সিলেট ও ঢাকার মধ্যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর রহমতে, স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত বন্যা সংশ্লিষ্ট কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।“

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন