ডেইরী ফার্ম হাই স্কুল’৮৯ ব্যাচের পুনঃমিলনী ২০২২

gbn

এসো মিলি প্রানের টানে” এই স্লোগানকে বুকে ধারন করে ডেইরী ফার্ম হাই স্কুলের ১৯৮৯ সালের ব্যাচের পুনঃমিলনী ২০২২ প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় গত  ২০মে,২০২২ সাভারের উত্তর কলমার গ্রীন গার্ডেন রিসোর্টে। ৮৯ ব্যাচের প্রায় ৬০ জন সদস্য এতে অংশগ্রহন করে। ৩৩ বছর পরে এইরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরে আবেগে আপলুত হয়ে পড়ে। অনুষ্ঠানের আয়োজক ৮৯ ব্যাচের লন্ডন প্রবাসী মাহবুব। সারাদিন একটি আনন্দঘন দিনের মধ্যে পার করে সবাই। ৮৯ ব্যাচের বন্ধুরা ছাড়াও অনুষ্ঠানে ছিলেন আমাদের ৮৭ ব্যাচের দুই গুনি বড় ভাই মোঃ আক্তার হোসেন সোহেল ভাই ও মোঃ আম্বর আলী ভাই। 

সকালে ৯.৩০ মিনিটে রিসোর্টে পৌছানোর পর সবাইকে সকালের নাস্তা দেওয়া হয়। সেইসাথে যোগ হয় হাসির নিজের হাতে মজাদার বানানো পুডিং।   

৮৯ ব্যাচের বন্ধু মুরাদের কোরআন তেলাওয়াত ও মৃতবন্ধুদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান  শুরু হয়।

শুরু হয় আড্ডা, ৮৯ ব্যাচের সব বন্ধুরা মিলে তিন ভাগে ভাগ হয়ে চটপটি খেতেখেতে শুরু হয় মজাদার আড্ডা যা ভাষায় বর্ননা করার মতো নয়।সবাই হারিয়ে যায় সেই স্কুল জীবনে।

এরপর শুক্রবার হওয়ার কারনে নামাযের বিরতি ছেলে বন্ধুরা নামাযে চলে যা ইয় আর মেয়ে বন্ধুরা নিজেদের মধ্যে আড্ডায় মেতে থাকলো এদের সাথে যোগ দিল যারা নামায পড়তে যায়নি তারা।

নামাযের পরে ভুড়ি ভোজের আয়োজনে যোগ দিল সবাই সাথে ৮৭ ব্যাচের দুই বড় ভাই ও আমাদের স্কুলের পরম শ্রদ্ধেয় শামসুল হক স্যার ও হানিফ স্যার।

ভুরিভোজের পর দুই স্যারকে সম্মানিত করা হলো,শুভেচ্ছা গিফট তুলে দেয়া হলো। স্যারদের হাতে তাদের দিন ছাত্র গুনিজন সম্ভোর্ধনা আক্তার হোসেন সোহেল ভাই ল্যাব এইড হাসপাতালের চীফ পারফিউশনিস্ট আর আম্বর ভাই গুনি সাহিত্যিক তার ৪/৫ টি বই প্রকাশিত হয়েছে আরো কিছু বই খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমরা আমাদের ব্যাচের এক ব ন্ধুকেও সম্মাননা জানিয়েছি বন্ধু কামরুন নাহার হাসিকে, সে আনবিক শক্তি কমিশনের চীফ সাইনটিস্ট হিসেবে কর্মরত আছে।

এরপর ৮৯ ব্যাচের আতাউর ও মোজাম্মেল শুভেচ্ছা বক্ত্যব দেয়।মোজাম্মেল অশ্রুসজল হয়ে পরে তার বক্তব্বের সময়।

৮৯ ব্যাচের বন্ধু লন্ডন প্রবাসী মাহবুবকে ধন্যবাদ গ্যাপন করা হয়। আজকের অনুষ্ঠানটির স্পন্সর মাহবুব শুধু টাকা দিয়েই নয় প্রতিটি মুহুর্তে খোজখবর নিয়ে তার ব্যাস্ততার মধ্যেও যেভাবে অনুপ্রেরনা জুগিয়েছে সর্বসময় তা আজকের দিনে বিরল। ৮৯ ব্যাচ তার কাছে চীর ক্রিতজ্ঞ। ৮৯ ব্যাচের বন্ধুদের এই মিলন মেলার জন্য স্মরনীয় হয়ে থাকবে ৮৯ ব্যাচের সকলের হ্রদয়ে । 

 

শুরু হয় নিজেদের মধ্যে অংশগ্রহনের মাধ্যমে সাংক্রিতিক অনুষ্ঠান ,টিপু ও শিরিনের গান,ইসমাইল তালুকদারের কবিতায় সবাই মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে শিরিনের গান সবাইকে আনন্দিত করে। সন্ধার আধার নামতে নামতে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। মনে হচ্ছিল, অনুষ্ঠান যদি চালিয়ে নেয়া হতো তাহলে কেউ বাড়ী যেত না রাত হলেও।কিন্ত যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়। সবাই যার যার মতো বাড়ী ফিরে যাবার আগে সবার অনুরোধ আবার যেন অনুষ্ঠানের আয়োজন করা হয় আর মাহবুবকে অসংখ্য ধন্যবাদ জানায় সবাই।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্তে ছিল ৮৯ এর বন্ধু ও বাংলাদেশ বেতারের সনামধন্য সিনিয়র উপস্থাপক মো শাহিনুর রহমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন