ভুট্টার জমিতে বিকল্প পদ্ধতিতে বরবটি চাষ করে ভাগ্যের পরিবর্তন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ভুট্টার আবাদ শেষে জমি পরে থাকে দু মাস।এই সময় যেন পরে না থাকে এরি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন এক কৃষক। ভুট্টার জমিতে ফসল তোলার আগেই লাগিয়েছে  বরবটি।তাতে করে বাসের ব্যবহার একেবারেই লাগেনা।শুধুমাত্র শ্রমশক্তি ও অবিজ্ঞাতাকে কাজে লাগিয়ে গতবছর সাফল্যের মুখে দেখেেন তিনি।এক বিঘা জমিন  বরবটি লাগিয়েছিলেম ।অল্প খরচে অধিক লাভ পেয়েছিলেন।এবার তিনি ৩ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছিলেন।ভুট্টার তো বাজার ভালো পেয়েছে  আবার ভুট্টা লাল হওয়ার ভাব হতেই পুরা জমিতে বরবটি লাগিয়েছেন।তিনি আশা করছেন এবারের বাজার ভালো প্রতি বিঘা জমিতে ৫০ হাজারের অধিক পেতে পারি।এখানে খরচ নেই বললেই চলে সার প্রয়োগ তো ভুট্টাতেই করেছি,হালচাষ লাগেনি,এখন একটু সার আর বিষ প্রয়োগ করতে হবে।শুধু তাই নয় আমরা আগে যে পদ্ধতি ব্যবহার করতাম তাতে বেশি দিন গাছ রক্ষা করা যেতোনা,এই পদ্ধতিতে গাছের অবস্থা খুবই ভালো আছে এবং দীর্ঘ মেয়াদি হয়ে থাকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন