পলাশবাড়ীতে অর্ধশতবর্ষী আমগাছ ও পুরাতন পোস্ট অফিস কৌশলে বিক্রি করলো পোস্ট মাস্টার

gbn

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের থানা গেটের সামনে পোস্ট অফিসের জায়গায় থাকা সারিবদ্ধ অর্ধশতবর্ষী আমগাছ গুলো ও পুরাতন পোস্ট অফিস টিনসেট সেমিপাকা ভবনটি কৌশলে বিক্রি করে টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টার নিদীপ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে ৷ 

সরেজমিনে গিয়ে দেখা যায় ও স্থানীয়দের নিকট হতে জানা যায়,পলাশবাড়ী পোস্ট মাস্টার  নিদীপ চন্দ্র দেবনাথ নতুন পোস্ট অফিস ভবন কাজের ঠিকাদারের দোহাইয়ে পোস্ট অফিসের সীমানায় রোপন কৃত সারিবদ্ধ থাকা অর্ধশতবর্ষী ৫ টি আমগাছ যাহার আনুমানিক মুল্য প্রায় ৩ লক্ষ টাকা। এসব গাছ স্থানীয়দের ভবন নির্মাণের ঠিকাদারদের দোহাই দিয়ে পোস্ট মাষ্টার স্থানীয় এক ব্যক্তি আব্দুর রাজ্জাকের মাধ্যমে কৌশলে বিক্রি করছেন। এছাড়াও পোস্ট অফিসের সামনে থাকা টিন সেট সেমি পাকা পুরাতন ভবন টির টিন ও ইট বিক্রি করেছেন। এ ভবনের টিন খোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে এ বিষয়ে পোস্ট মাস্টার জানান,যে মালিক তার নির্দেশে এসব বিক্রি হচ্ছে। এবিষয়ে নির্দেশনা পত্র দেখতে চাইলে তিনি হেড অফিসে রয়েছে বলে জানান। পরে স্থানীয়দের সাথে পোস্ট মাস্টারের তর্ক বিতর্কের খবরে সেখানে গণমাধ্যমকর্মীগণ উপস্থিত হন। তারা পোস্ট মাস্টারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেনি। 

স্থানীয় সচেতন মহল বলেন,থানা গেটে থাকা অর্ধশত বর্ষী আম  গাছ গুলো নিধন করলো, পুরাতন পোস্ট অফিসটি নিলাম না করে নিজ মনগড়া ভাবে বিক্রি করছেন পোস্ট মাস্টার। আমরা সংশ্লষ্টদের নিকট উক্ত বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন