জিবি নিউজ || মৌলভীবাজার ||
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে ' 'মৌলভীবাজার সদর উপজেলা' এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ মোট ১৭ টি ইভেন্টে শ্রেষ্ঠ দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, মৌলভীবাজার'।
উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান - দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, শ্রেষ্ঠ শিক্ষক - রোকসানা আক্তার, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) শ্রেষ্ঠ শিক্ষার্থী - আবদুল্লাহ আল সামী।
উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড ২০২২-২৪ পেয়েছে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল। উক্ত এওয়ার্ড এর একজন আন্তর্জাতিক কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন শিক্ষক রোকসানা আক্তার। তিনি এটুআই মনোনীত আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট এম্বাসেডর।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন