হামো ঢাকাইয়া সোব্ববাসী সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

পুরান ঢাকার ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন হামো ঢাকাইয়া সোব্ববাসী সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। 

আজ শুক্রবার (২০ মে) রাজধানীর লালবাগের রয়েল ক্যাসেল রেস্টুরেন্ট এ পুরান ঢাকার ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন "হামো ঢাকাইয়া সোব্ববাসী সামাজিক সংগঠন" এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও সাবেক সেক্রেটারি ঢাকা সমিতি হাজী আবু মোতালেব, ৩৩ নং ওয়ার্ড পঞ্চায়েতের সাধারন সম্পাদক নাজির আহমেদ, সংগঠনের উপদেষ্টা খাদিজা কেয়া, সোহরা নেসার,  সহ সভাপতি নাসরিন বেগাম প্রিন্সিপাল ইডেন ইংলিশ স্কুল, সেক্রেটারি আব্দুল কারিম ঢাকাইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, তথ্যপ্রযুক্তি সেক্রেটারি নাদিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সারফুদ্দিন আহাম্মেদ রমযান, এডমিন মোঃ জাভেদ , সমাজ সেবক শাওকাত আলি, শেখ কায়সার, সমাজ সেবক ও সংগীত শিল্পী ইসলাম উদ্দিন বাবুল, আব্দুর রাজ্জাক, হাজী মোঃ সিরাজ উদ্দিন দিপু, ডালিম, মীর উজ্জল, মাহাতাব উদ্দিন, আব্দুল জলিল, মারুফ, আসিব, আমির উদ্দিন আহমেদ হামজা, মানবাধিকার নেত্রী মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ঢাকা সমিতি হুমায়রা হুমা, মহিউদ্দিন আহম্মেদ অনি, অনিক ইসলাম জাভেদ প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামো ঢাকাইয়া সোব্বাসী সামাজিক সংগঠনের সভাপতি হাজী মোঃ সামির উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তারা পুরান ঢাকার ঈদ কিভাবে করতেন এবং দিনগুলি কেমন ছিল সে বিষয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। 

বক্তারা  জাঁকজমকপূর্ণ এই ধরনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার জন্য "হামো ঢাকাইয়া সোব্ববাসী সামাজিক সংগঠন" কে ধন্যবাদ জানিয়েছেন। 

সবশেষে, সকল অতিথিদের নিয়ে সগঠনের নেতৃবৃন্দরা একসাথে রাতের খাবার খান এবং আগামীর পথচলা সুন্দর হোক এই শুভ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন। 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন