মাহিঊল রেজা যুক্তরাষ্ট্রের ‘বুল্লিভার অ্যাওয়ার্ড’ জয় করলেন

gbn

হাকিকুল ইসলাম খোকন , সিনিয়র প্রতিনিধি   যুক্তরাষ্ট্র    ||

মাহিঊল রেজা যুক্তরাষ্ট্রের  ‘বুল্লিভার অ্যাওয়ার্ড’ জয় করলেন ।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মযাদাপূর্ণ ‘বুল্লিভার অ্যাওয়ার্ড’ জয় করেছেন মাহিউল রেজা। ইউএসএফ টানেজা কলেজ অব ফার্মাসির ফোর পিলারস ডেমোনেস্ট্রেশনের পাশাপাশি ইউএসএফ স্বাস্থ্যসেবার আন্ত পেশাদার ব্যবস্থায় চার বছরের অনন্য কাজের স্বীকৃতি হিসেবে একজন। শিক্ষাথীকে  চার বছরের মধ্যে একবারই এই পদকটি দেওয়া হয়।

 

বর্ণাঢ্য অনুষ্ঠানে চার বছরের গ্রাজুয়েশন সম্পন্ন করা শিক্ষাথীদের মধ্যে সনদ প্রদানের সময় তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে।

 

মাহিউল রেজা  যুক্তরাষ্ট্র প্রবাসী একজন অত্যন্ত মেধাবী বাংলাদেশী। তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের সরকারী গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে পিএচডি লাভ করেছেন ফার্মাসিতে।

 

এর আগে মাহিউল এই বিশ্ববিদ্যালয় থেকেই বায়ো-মেডিক্যাল সায়েন্সে খুব ভালো ফল নিয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেছেন।

 

তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেল্যান্ডের প্রবাসী বাংলাদেশী কনক ও সাজেদা রেজার একমাত্র ছেলে।

 

তার বোন মাদিহা রেজাও খুব ভালো ছাত্রী। তিনিও এই বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের বিভাগে পড়ালেখা করতে এই বছর ভর্তি হয়েছেন।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন