উৎসবমুখর পরিবেশে ২৬ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

উৎসবমুখর পরিবেশে সফল ভাবে শেষ হল ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের ২৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন। 

আজ রোববার (১৫ মে) বিকেলে রাজধানীর আজিমপুর গভ. স্কুল অ্যান্ড কলেজের শেখ হাসিনা অডিটোরিয়ামে লালবাগ থানার অন্তর্গত ২৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সম্মেলনটি সফল ভাবে শেষ হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, সদস্য আনিসুর রহমান সরকার, রাকিব হাসান সোহেল, আমিনুল ইসলাম শামীম, অপু বড়ুয়া, লাভলী চৌধুরী, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির।

সম্মেলনে সভাপতিত্ব করেন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বাবলা এবং সঞ্চালনা করেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাধারন সম্পাদক হাসিবুর রহমান মানিক।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ''আওয়ামী লীগের লড়াই দেশের মানুষের জন্য, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। বিএনপির নেতাকর্মী বলছে, বাংলাদেশ হবে শ্রীলংকার মতো। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ বিএনপির নেতাকর্মীরা যদি বাংলাদেশে ছেড়ে চলে যায়, তাতে দেশের মানুষের কোনো সমস্যা নেই। কিন্তু দেশের মধ্যে থেকে কোনো বিশৃঙ্খলা করলে জনগণ আপনাদের বিতাড়িত করবে। চাইলে আপনারা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েও থাকতে পারেন। থাকার সুন্দর ব্যবস্থা আছে।"

তিনি বলেন, শেখ হাসিনা আরও ভালো ব্যবস্থা করেছেন ভাসানচরে। চাইলে সেখানে গিয়েও থাকতে পারেন। মানবিক আওয়ামী লীগ ও শেখ হাসিনা আপনাদের (বিএনপিকে) আশ্রয় দেবে।

রোববার (১৫ মে) বিকেলে আজিমপুর গভ. স্কুল অ্যান্ড কলেজের শেখ হাসিনা অডিটোরিয়ামে লালবাগ থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের লড়াই দেশের মানুষের জন্য, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। বিএনপির নেতাকর্মী বলছে, বাংলাদেশ হবে শ্রীলংকার মতো। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ।’

তিনি আরও বলেন, '‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আওয়ামী লীগ আছে, থাকবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানবিক। তাই দলের নেতাকর্মীরা মানবিক। সেজন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন জননেত্রী। শেখ হাসিনা মানবিক বলেই সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। বিএনপির আমলে ভারতে খালেদা জিয়ার সফর শেষ তাকে যখন সাংবাদিকরা তিস্তা চুক্তি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বলেছিলেন, এই বিষয় তো আমি ভুলেই গেছি। এই হলো বিএনপির দেশ প্রেমের নামে অপরাজনীতি। আর আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আওয়ামী লীগ একমাত্র সাহসী দল। এজন্যই যুদ্ধাপরাধীদের বিচার করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেছে।’'

তিনি আরও বলেন, ‘ সবসময় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংসের চেষ্টায় থাকে বিএনপি-জামাত। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এদের একটাই স্বপ্ন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা লোটা। এরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে। এরা বিদেশে অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা সবসময় বাংলাদেশের অগ্রগতি থামানোর জন্য মিথ্যাচার করতে থাকে। এরা কখনো চায় না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ উন্নত, সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হোক। দেশের মানুষের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা বিশ্বের মানুষের কাছে এক উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে প্রতিষ্ঠিত। যার সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সব সময় কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ব।’

তিনি আরও বলেন, '‘সামনে আমাদের জাতীয় নির্বাচন। নির্বাচন সংবিধান অনুযায়ী নিয়ম মেনেই হবে। বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না। আর আমরা যদি নীতি আদর্শ ঠিক রাখতে রাখি তাহলে তাদের সব ষড়যন্ত্র আমরা রুখতে পারব এবং তাদের সকল অপরাজনীতি প্রতিহত করতে পারব। আমাদের সব সময় সজাগ থাকতে হবে।’'

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন