সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ইডেনসহ তিন মহিলা কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
আজ রবিবার (১৫ মে) দুপরে জাতির জনক বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ এর বাড়ির সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা জানান ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এর মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন- ইডেন মহিলা কলেজের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, বদরুন্নেসা সরকারি কলেজের সভাপতি সেলিনা আকতার শেলীকে ও সাধারণ সম্পাদক হাবীবা আকতার সাইমুন এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সভাপতি শারমিন সুলতানা সনি, সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, বেনজির অাহমেদ নিশিসহ তিন কলেজের নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন