ঈদে ৩৪ প্রেক্ষাগৃহে ‘শান’

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

ঈদের দিন দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘শান’। এরই মধ্যে প্রেক্ষাগৃহ চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। এ ছবিতে নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা পূজা চেরী।

মালয়েশিয়াতেও ঈদের দিন মুক্তি পাচ্ছে সিনেমাটি। ঈদের পর ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে এটি।

 

‘শান’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। সত্য ঘটনা অবলম্বনে পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এটি নির্মিত।

পরিচালক জানান, সকল সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শান’। এখন পর্যন্ত প্রেক্ষাগৃহ সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিয়াম-পূজা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন