দুইশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

"আমাদের লক্ষ্য একটি মানব সেবা" এই শ্লোগানকে সামনে রেখে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার জনপ্রিয় সামাজিক সংগঠন "ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন।"

আজ রবিবার ( ১লা মে) দুপুরে রাজধানী ঢাকার লালবাগ শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত দুইশত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করে ঐতিহ্যবাহী পুরান ঢাকার জনপ্রিয় সামাজিক যুব উন্নয়ন সংগঠন "ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন।" খাদ্য সামগ্রী তালিকা ছিল চাল, পোলাউর চাল, সেমাই, চিনি, নুডুলস এবং পাঞ্জাবি-ত্রিপিস ইত্যাদি। 

ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সোহাগ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান এর নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রী শ্যামল দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ, উপদেষ্টা মোহাম্মাদ ফরিদ উদ্দিন বিপুল, এ বি, সিদ্দিকী সুমন, জামিল, আব্দুল কুদ্দুস রানা, মোঃ ফয়সাল হোসেন, শওকত আলী, রনি, ইমরান মজুমদার, আজিজ, মশিউর, জব্বার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক মৃধা, সিনিয়র সহ-সভাপতি রাজু, সিনিয়র সহ সভাপতি মিঠুন, সিনিয়র সহ সভাপতি ভিমন, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম আরমান, সহ-সাধারণ সম্পাদক সুমন, আইন বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহন, সাংগঠনিক সম্পাদক শুভ্র দাশ ,ধর্ম বিষয়ক সম্পাদক আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক সিলভার, কোষাধক্ষ্য মোস্তফা জামাল, সদস্য কাজল, রাজিব, গঙ্গা, সুজন, জুয়েলসহ অন্যান্য সদস্য বৃন্দ।

সংগঠনের সভাপতি মোঃ সোহাগ জিবি নিউজকে জানান, "এই ঈদে দুস্থ ও অসহায়, সাধারণ খেটে খাওয়া মানুষসহ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সকল শ্রেণী-পেশার মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে। সমাজের সচেতন সামর্থ্যবান প্রতিটি নাগরিকের আজ তাদের পাশে সহযোগিতা-সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার সময় এসেছে। গত কয়েক বছর ধরে ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন শত শত অসহায় পরিবারের মাঝে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে।"

তিনি আরো জানান, "যারা দিন আনে দিন খায় তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিত্তবান তাদেরকে বলবো, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। যারা মানবতার হাত বাড়িয়ে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের সেহেরী এবং ইফতার দিয়ে যাচ্ছি। তাছাড়া বছরের অন্যান্য সময়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি অবহেলিত মানুষদের জন্য।"

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন