প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য এবং ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায়, তিনি বলেন, ‘স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সফল অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।’
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য আবুল মাল আবদুল মুহিত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে চাকরিরত অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ প্রথম বাংলাদেশ সরকারে যোগদান করেন।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মাল মুহিত গত রাত ১২ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন