সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে সামনে রেখে আড়াই শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"
আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার লালবাগ রহমতুল্লাহ বয়েজ স্কুল এন্ড কলেজ হলরুমে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।" এবছর আড়াই শত দুস্থ ও অসহায় পরিবারকে এই ঈদ উপহার (খাদ্য সামগ্রী) দেয়া হয়। ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তালিকায় ছিল ১ কেজি পোলাউর চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ লিটার দুধ, ২ প্যাকেট সেমাই, ২ প্যাকেট লুডুস, ১ টা নারিকেল ইত্যাদি।
ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন এর নেতৃত্বে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, মদিনা গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ও ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলায়মান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর লালবাগ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমেল, আলপনা প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুল কুদ্দুস রানা, জাতীয় পার্টির যুগ্ম যুব বিষয় সম্পাদক দ্বীন ইসলাম শেখ, বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর লালবাগ থানার সাবেক সভাপতি সাগর আহমেদ শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ। সঞ্চালনা করেন যৌথভাবে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী হাফেজ মোঃ সিফাত হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, "ওল্ড ঢাকা ইয়ূথ ফোরামের আজকের এই উদ্যোগের জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই।আমাদের আওয়ামী পরিবার সব সময় মানবসেবার মধ্যে নিয়োজিত থাকি। আপনাদের প্রিয় নেতা এই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ সেলিমের দেখানো পথে আমরা সব সময় অগ্রসর হচ্ছি। তিনি সব সময় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে থেকেছেন, আমরাও তা থেকে দূরে থাকার জন্য সকলকে আহবান করে যাচ্ছি। তিনি বলেন, "ওল্ড ঢাকা ইয়ূথ ফোরাম কোন রাজনৈতিক সংগঠন না হয়েও সমাজের অসহায় অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছে এজন্য এই সংগঠনের জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। তারা যেন এধরনের উদ্দ্যোগ প্রতি বছর নেয় এবং মানুষের মাঝে যেন এভাবে থাকে, এটাই আমাদের মূল বার্তা তাদের জন্য।'
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মদ আব্দুল্লাহ, বিপ্লব হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাবেদ,সোহেল রানা,মানিক মৃধা, সাকের আহমেদ,কোষাধ্যক্ষ মোঃফায়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ বাপ্পি, দপ্তর সম্পাদক সজিব হাসান, প্রচার সম্পাদক সুলতান আহমাদ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাকিম অনি,শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াসিম আক্তার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী গোলাম মর্তুজা, পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আসিকসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন