সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
পথচারী ও ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করলো বাংলাদেশ ছাত্রলীগ আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ।
আজ সোমবার (২৫ এপ্রিল) বিকালে আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ আবুজর গিফারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি শাহরিয়ার আলম ফাহাদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার শহীদ এর উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় দেশরত্ন শেখ হাসিনার পক্ষে পথচারী ও ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রসহ আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
শাহরিয়ার আলম ফাহাদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমাদের শেখায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে । জননেত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্রলীগকর্মীরা জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নানান ধরনের সংকট ও দুর্যোগে গণমানুষের পাশে দাড়াই। এবারও রমজানে নিন্ম আয়ের মানুষের পাশে আমরা ইফতার বিতরনে এগিয়ে এসেছি।'
তিনি বলেন,"বাংলাদেশ ছাত্রলীগ আবুজর গিফারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা প্রতি বছর মাহে রমজানে অসহায় ও নিন্ম আয়ের মানুষের জন্য ইফতার বিতরন করে থাকে। আমরা ছাত্রলীগ কর্মীরা সে যে ধর্মে থাকিনা কেন, আমাদের উচিত মানুষের কল্যাণ করা, উচিত মানবতার সেবা করা।"

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন