জেসমিন মনসুর ।।
মৌলভীবাজার জেলা সদরের ৬ নং একাটুনা ইউনিয়নবাসীর প্রাণের সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে আজবধি শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে – মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, ও নিডি পরিবারবর্গকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, মেডিক্যাল ক্যাম্প সেবা ও ইউনিয়ন ভিত্তিক প্রতিভা মেধা প্রকল্পের আওতায় স্কুল ছাত্র- ছাত্রীদের মধ্যে স্কুল ইউনিফর্ম প্রদান ও মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণ. বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে।
প্রতিবছরের মতো এবার ও পবিত্র রামাদ্বান উপলক্ষে মৌলভীবাজার জেলার আসহায় ও নিডি ৫ শতাধিক পরিবারবর্গের মাঝে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের পক্ষ থেকে
গত ১৪ই এপ্রিল বাদ জুহর একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের মরহুম মিয়াজান মনসুর এর বাড়িতে রামাদান প্রজেক্টের খাদ্য সামগ্রী বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত রামাদান প্রজেক্ট এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ মহিলা আসনের সাংসদ জেলা মহিলা লীগের সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, ও ফাউন্ডেশনের ফাউন্ডার্স ট্রাষ্টি কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি এম খালেদ চৌধুরী ও শেখ বুরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
এদিকে প্রোগ্রাম চলাকালে বৃটেন থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে
তিনি বলেন একবারকার প্রজেক্ট বাস্তবায়নে ১০১ জন দানশীল ব্যাক্তি ইতিমধ্যে অর্থ প্রদান ও বাংলাদেশ টিম যে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রধান অতিথি অতিথির বক্তব্যে সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, ইউনিয়ন পযার্য়ের একটি সংগঠনের এত বড় প্রজেক্ট দেখে আমি খুবই আনন্দিত হয়েছি বলে উল্লেখ করে বলেন, আপনাদের এই সব ভালো কাজ দেখে অন্যান্য এলাকায় ও কাজ করতে মানুষ উৎসাহিত হবে, ১৯৯৫ সাল থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে শুনে তিনি একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকিস মনসুর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। এই মহতি পোগ্রামে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ছালিকুর রহমান টুকু, মোহাম্মদ নানু মিয়া, ফারুক আহমদ, মুজিবুর রহমান ,শামীম আহমদ, পারভেজ আহমদ, আব্দুল আলিম, নানু মিয়া, তাজুল চৌধুরী, জাহিদুল আলম সুমেল, শাহ সিতার আহমদ, মোহাম্মদ কামাল মনসুর, আব্দুল বাকি, মহসিন,আহমদ,শাহজাহান আহমদ, আব্দুল কাইয়ুম, কুতুবউদ্দিন, রনজুল আহমদ, সহ সংগঠনের বাংলাদেশ টিমের অন্যান্য নেতৃবৃন্দ। পোগ্রামের শুরুতাই দেশে বিদেশের সবার জন্য দোয়া পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের খতিব বিশিষ্ট মাওলানা শফিকুর রহমান,
অনুষ্ঠানে রামাদান প্রজেক্ট বাস্তবায়নে প্রবাস ও বাংলাদেশ টিমের যারা অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন এবং যে সব দানশীল ব্যাক্তিরা অর্থ প্রদান করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন