৪ লক্ষাধিক নগদ টাকা,৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশন,৪৫ বোতল বিদেশী মদ ও ১৯৫ গ্রাম হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২

gbn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাবের দু’টি পৃথক অভিযানে ৪ লক্ষাধিক নগদ টাকা,৪৫০ এ্যাম্পুল নেশাজাতীয় আমদানী নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন,৪৫ বোতল বিদেশী মদ ও ১৯৫ গ্রাম হেরোইনসহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। রোববার(১০ এপ্রিল) বিকেলে ও গত শনিবার(৯ এপ্রিল) রাতে  অভিযানগুলো চালানো হয়।
গ্রপ্তাররা হলেন, শিবগঞ্জের সোনামসজিদ গ্রামের অভি ঘোষের ছেলে কৃষ্ণ ঘোষ (৩৫) ও সদরের শাজাহানপুর ইউনিয়নের সুজনপুর গ্রামের মৃত এবরান আলীর ছেলে শফিকুল ইসলাম(৩৪)।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল পৌনে ৫টার দিকে কানসাট বাজার এলাকা থেকে ইনজেকশনসহ হাতেনাতে গ্রেপ্তার হন কৃষ্ণ ঘোষ। এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বসতবাড়ি থেকে  ৪ লক্ষ ১৩ হাজার নগদ টাকা,৪৫ বোতল বিদেশী মদ ও ১৯৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন শফিকুল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানগুলোয় নেতৃত্ব দেন কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসব ঘটনায় শিবগঞ্জ ও সদর থানায় দুটি পৃথক মামলা করেছে র‌্যাব 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন