অতীতের ন্যায় সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

হাতে হাত রেখে এগিয়ে যাই উন্নয়নের দিকে এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষা ও পূনর্বাসন সংস্থা (পিএসপিএস) কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার-২০২২ অনুষ্ঠিত হয়। 

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ সার্বিক পৃষ্ঠপোষকতায় 'প্রতিবন্ধী শিক্ষা ও পূনর্বাসন সংস্থা' কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার-২০২২ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে পস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী শিক্ষা ও পূনর্বাসন সংস্থা'র সভাপতি আবুল হোসেন। 

এসময় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাদা ছড়ি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইয়ের অডিওবুকসহ মেমোরি কার্ড ও এমপিথ্রি স্পিকার ও শ্রবণ ডিভাইস প্রদান করা হয়। 

এর আগে সংক্ষিপ্ত আলোচনা করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগ দেশ, অধিকার ও শিক্ষার্থীদের নিয়ে সংগ্রাম করে থাকে। একসময় প্রতিবন্ধীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরম মমতায় কোনো ধরনের প্রতিবন্ধীই আজ সমাজের অভিশাপ নয়। সমাজে সাধারণ মানুষের মতোই সম্মান দিয়েছেন তিনি। প্রতিবন্ধীরা এখন আমাদের সমাজের বোঝা নয়, আমাদের সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেগুলো  বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, "ছাত্রলীগ অতীতের ন্যায় সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকবে এবং সকলকে প্রতিবন্ধীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আমি মনে করি যথাযথ সুযোগ পেলে প্রতিবন্ধীরাও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।"

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আপনারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আপনারা পরবর্তীতে দেশের বিভিন্ন স্তরে পৌঁছে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবেন। আপনারা এখন সমাজের বোঝা নন, সমাজের সম্পদ। দেশরত্ন শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন দিনের সূচনা করেছেন। দেশরত্ন শেখ হাসিনা প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ভাতার ব্যবস্থা করেছেন। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান, ঘর দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা দিতে সুবর্ণ নাগরিকের পরিচয়পত্র দিয়েছেন তিনি।’

তিনি আরো বলেন, ‘আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমাজের সব ধরনের প্রতিবন্ধী ও অটিস্টিকদের নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন সে ব্যবস্থাও করেছেন তিনি।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন