মৌলভীবাজারে পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

gbn

  জিবিনিউজ24ডেস্ক//

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে রবিবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং লাইসেন্সবিহীন অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট করেছে জেলা প্রশাসন।

রবিবার মৌলভীবাজার সদরের পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

এসময় তিনি ৩টি মামলায় ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালে পণ্য বা সেবার যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি পৃথক মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদন্ড এবং অত্যাবশকীয় পণ্য বিক্রয়ের লাইসেন্স না থাকার অপরাধে ১ জন ব্যবসায়ীকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া কোন অনাকাঙ্ক্ষিত কারণে যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায় এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন