সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। সভাপতি রাকিল- সাধারণ সম্পাদক তছনু

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো নবীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। গত বছরের ২৯ ডিসেম্বর জেলা পরিষদ ডাক বাংলোতে এ নির্বাচন অনুষ্টিত হয়। গত বছরের ২৯ ডিসেম্বর বুধবার নির্বাচনে অংশ নিতে ভোট কেদ্রে কনকনে শীতের সকাল থেকেই প্রার্থী, ভোটার ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসতে থাকেন। কেন্দ্রে দল বেঁধে বেধে কেন্দ্রে আসার পর থেকেই সকলের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোট প্রয়োগ করা হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪জন, তারা হলেন, এম.এ বাছিত, মুরাদ আহমেদ, এম.এ আহমদ আজাদ ও রাকিল হোসেন প্রতিদন্ধীতা করেন। ফলাফল ঘোষনার পর সভাপতি পদপ্রার্থী এম.এ আহমদ আজাদ ও রাকিল হোসেন ১৪-১৪ করে সমান সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশন গত ৩১ ডিসেম্বর শুক্রবার ২টা থেকে ৪টা পর্যন্ত পুনরায় শুধুমাত্র সভাপতি পদে সমান সমান ভোট প্রাপ্ত ২ প্রার্থীর মধ্যে গ্রহনের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পরদিন ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সভাপতি পদপ্রার্থী এম.এ আহমদ আজাদ নির্বাচন কমিশনারের কাছে পারিবারিক সমস্যা দেখিয়ে একটি লিখিত আবেদন করেন। এবং তিনি নির্বাচন থেকে সরে দাড়ান! এতে প্রধান নির্বাচন কমিশনার দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাচক মোঃ ফজলুর রহমান গত ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে প্রতিদ্বন্ধী প্রার্থী রাকিল হোসেনকে বিজয়ী ঘোষনা হিসাবে ঘোষণা দেন। কার্যনির্বাহী সদস্য পদে উত্তম কুমার পাল হিমেল, মোঃ সেলিম মিয়া তালুকদার। এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন, সলিল বরণ দাশ, এস.আর চৌধুরী সেলিম, এটি.এম জাকিরুল ইসলাম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আশাহিদ আলী আশা। ফলাফল ঘোষনা শেষে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি মোঃ ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, মুরাদ আহমদ, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, সহকারী নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার, মোঃ শওকত আলী। নব- নির্বাচিত সভাপতি রাকিল হোসেন, সহ সভাপতি এম এ মুহিত, সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্বাচন কমিশনার, ভোটার ও অতিথিরা নির্বাচিতদের ফুলের মালা পড়িয়ে দেন। এসময় ভোট কেন্দ্রে আনন্দ উৎসব বিরাজ করছিল।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন