এহিয়া আহমেদঃ
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছালিক মিয়া আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। ২৮ নভেম্বর রবিবার উপজেলার ১৩ টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪নং দীঘলবাক ইউনিয়ন ছিল গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে আনারস মার্কায় ৩৯৮৫টি ভোট পেয়ে ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছালিক মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি মোঃ আবু সাঈদ, তিনি পেয়েছেন ৩৪৬০ টি ভোট। এছাড়াও মোটরসাইকেল প্রতিক নিয়ে অন্য প্রতিদ্বন্দ্বি আব্দুল বারিক রনি পেয়েছেন ২৪৯৬ টি ভোট, ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল গফফার পেয়েছেন ৩৪০৫ টি ভোট, জাতীয় পার্টির হান্নান চৌধুরী লাঙ্গল মার্কায় পেয়েছেন ৩২৫ টি ভোট এবং চশমা মার্কা নিয়ে প্রার্থীতা করে এলাওর মিয়া পেয়েছেন ৫২০টি ভোট। কোন ধরনের সহিংসতা ছাড়া এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে ৪ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিপুল সংখ্যক ভোটে ফুটবল মার্কায় সুহান মিয়া নামের এক তরুণ বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক মেম্বার আজিজুল ইসলাম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন