মৌলভীবাজার  বন বিভাগের মেচো বাঘ উদ্ধার

gbn

মোঃ সালমান আহমদ।।
মৌলভীবাজার সদর উপজেলার সানন্দপুর গ্রামে জনাব ইলিয়াস মিয়ার  হাঁসের ফার্ম থেকে, বিগত কয়েক দিন যাবত হাঁস সকাল বেলা কম দেখা যায়।
তাই তিনি গত ১৪-১১-২০২১ ইং তারিখে, হাঁসের খামারে একটি ফাঁদ পাতেন। অবশেষে আজ সকাল এ এই বাঘ টি পাওয়া যায়। তিনি আমাদের সাথে যোগাযোগ করলে,

সেখানে জিবি নিউজ২৪ উপস্থিত হয়ে ঢাকা বন বিভাগের সাথে যোগাযোগ হলে  আমাদের সাথে শ্রীমংগলের সোহেল স্যাম তাৎক্ষনিকভাবে যোগাযোগ  করেনন।
উদ্ধার অভিযানে অংশ নেন  জনাব গোলাম সারোয়ার,সদর রেঞ্জ কর্মকর্তা মৌলভীবাজার ও একটি প্রতিনিধি দল।এছাড়াও  একটি বণ্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণে সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ অংশগ্রহন করে।
হাঁস খামারি ইলিয়াছ মিয়া বলেন, গত কয়েকদিনে ওনার প্রায় দুই/তিন শত হাঁস এই মেচো বাঘ টি খেয়ে ফেলে।
তাই তিনি যতাযত কতৃপক্ষের নিকটে ক্ষতিপূরনের জন্য আবেদন করবেন।
সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সেলিম আহমদ  এর উপস্থিতে মেচো বাঘ টি সদর রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন