Share3বলিউড কাপাতে এসে গেল বামনরূপী শাহরুখ

925
gb

জিবিনিউজ ডেস্ক //

বলিউডের বাদশাহখ্যাত অভিনেতা শাহরুখ খান জন্মদিনে ভক্তদের কথা দিয়েছিলেন যে, নতুন বছরে তাঁর নতুন ছবির নাম প্রকাশ করবেন। ভক্তদের দেয়া সে কথা রেখেছেন শাহরুখ। ২০১৮ সালের প্রথম সকালে টুইটারে ভক্তদের নতুন ছবির নাম জানিয়ে দিয়েছেন তিনি।
ওই দিন শাহরুখের নতুন ছবি ‘জিরো’র টিজারও ইউটিউবে প্রকাশ করা হয়। ‘জিরো’ ছবির ফার্স্ট লুকও দর্শকদের সামনে এসেছে।  ‘জিরো’ ছবিতে শাহরুখের লুক দেখে চমকে গিয়েছে বলিউডপ্রেমীরা।
টিজারে শাহরুখকে দেখা যাচ্ছে এক ভিন্ন রুপে। ছবিতে একজন বামন মানুষের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
নির্মাতা আনন্দ এল রাইয়ের পরিচালিত ‘জিরো’ ছবিতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সালের ২১ শে ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’।