মৌলভীবাজারের নামিদামি ফাস্ট ফুড প্রতিষ্ঠান বেঙ্গল ও সুমা ফুডকে অনিয়মের দায় ১০ হাজার টাকা জরিমানা

এস এম ফজলুঃ

মৌলভীবাজারের নামিদামি ফাস্ট ফুড প্রতিষ্ঠান বেঙ্গল ও সুমা ফুডের পরিবেশকদের বিরুদ্ধে বাসি পঁচা ফাস্ট ফুড বিক্রয়ের অভিযোগ উঠেছ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুলাউড়ার বিভিন্ন জায়গায় অবস্থিত ফাস্ট ফুডের দোকানগুলো তদারকি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, বাসি পঁচা ফাস্ট ফুড বিক্রয় করে এমনি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের তদারকি অভিযানে খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো দেখা হয়। এই তদারকি অভিযানের গতকালের বাসি পঁচা ফাস্ট ফুড না পাওয়া গেলেও বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করার তাকে রাখা, বিক্রয় করার কথা না থাকলেও ফিজিশিয়ান সেম্পল বিক্রয়ের উদ্দেশ্য বিক্রয়ের তাকে সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ এনার্জি ড্রিংক রেড বুল বিক্রয় করা, ফ্রিজের বিদ্যুৎতের লাইন বন্ধ রেখে ঔষধের মান কমিয়ে সেই ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত সুমা ফুডকে ৫ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত অভয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। তিনি জানান, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। মাছ মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সঠিক ওজনে এবং ন্যায্য দামে বিক্রয় করার জন্য নিদের্শনা দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Enter

SmFazlu

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন