কার্ডিফ থেকে আমাদের প্রতিনিধি ||
প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, সাড়া বিশ্বের ন্যায় বৃটেনে এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বনভোজন। পিকনিক স্পটে হই হুল্লোড়-আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা।
কমিউনিটির একে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৭ ই আগষ্ট ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে কোচ বহরে এক ফ্যামিলি ডে ট্রিপ এর আয়োজন করেছে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বিভিন্ন পরিবার থেকে আনা মজাদার খাবার আনন্দঘন পরিবেশে একে অন্যের সাথে ভাগাভাগি করার দৃশ্য এ যেনো এক প্রাণের বন্ধন।
মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের সৃষ্টির বহু নিদর্শন দেখতে পারা সহ সবাই স্বপরিবারে সুন্দর ও কোয়াালিটি সময় পার করেছেন,,
ওয়েলফেয়ার এর চেয়ারম্যান আব্দুল হান্নান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আসকর আলীর পরিচালনায় পিকনিক স্পটে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর, ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার, নজির উদ্দিন, ও মোজাম্মেল আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। একটি চমৎকার এবং স্মরণীয় দিন ছিলো বলে অভিমত ব্যাক্ত করে অংশগ্রহণকারীরা ওয়েলফেয়ার এর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন