আওয়ামী লীগ একটি মাস্তান পার্টি: মৌলভীবাজারে নাসের রহমান

gbn

কুলাউড়া প্রতিনিধি //

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, ‘স্বৈরাচারী শাসনের এক বছরের বর্ষপূর্তিতে আমরা আজ বিজয়ের উৎসব পালন করছি। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের দুঃশাসনের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি। আমাদের হাজারো নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আল্লাহ্‌র আদালত দুনিয়াতেই বিচার করে দিয়েছেন।’

 

 

 

বুধবার (৬ আগস্ট) বিকেলে মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয় উৎসব’ উপলক্ষে শোভাযাত্রা-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘ছাত্র-জনতা ও বিএনপির সক্রিয় অংশগ্রহণে আজ আমরা এই স্বৈরাচারীনিকে বিদায় জানাতে সক্ষম হয়েছি। আজ সে দেশেই আশ্রয় নিয়েছে, যাদের দালালি করে বাংলাদেশে রামরাজত্ব কায়েম করেছিলো। দেশের জনগণ বুঝে গেছে আওয়ামী লীগ একটি মাস্তান পার্টি। যারা চৌদ্দশ মানুষের রক্ত আর বিশ হাজার মানুষের আর্তনাদ উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করেছিলো।’

 

 

নাসের রহমান আরও বলেন, ‘আজ মৌলভীবাজারে আওয়ামী লীগের কথিত চার খলিফা কোথায়? নিজেরাই নিজেদের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান বানিয়ে নিয়েছে। যেন দেশটা তাদের বাপের সম্পত্তি! কিন্তু জনগণ তাদের বুঝিয়ে দিয়েছে- এ দেশ জনগণের, কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়।
আহত ও নিহতদের স্মরণ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে আহতদের পাশে দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ, বিএনপি আগামী ফেব্রুয়ারিতে ক্ষমতায় এলে তাদের আরও বড় পরিসরে সহায়তা করা হবে।’

 

 

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

 

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন