ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছি: সোহান

gbn

বৃহস্পতিবারই টপ অ্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টের সঙ্গে সফরে একটি চারদিনের ম্যাচও খেলবে নুরুল হাসান সোহানের দল। এই সফরে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে ‘এ’ দলের অধিনায়ক সোহান, জানালেন টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।

বাংলাদেশের ক্রিকেটারদের এখন আর শেখার কিছু নেই বলেই মনে করেন সোহান। এ কারণে আজ সংবাদ সম্মেলনে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন,অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শিখতে নয় ট্রফি জিততে চান তিনি।

 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান বললেন, ‘আমার কাছে মনে হয় লার্নিং প্রসেস জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমরা শিখতেই আছি। অবশ্যই শিখব, এটা জীবনের অংশ। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

গত বছর টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এবার অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে ‘এ’ দল। অথচ জাতীয় দলই সবশেষ অস্ট্রেলিয়ায় খেলেছে ২০১৫ বিশ্বকাপে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ায় কেবল ৮ ম্যাচই খেলার সুযোগ পেয়েছে জাতীয় দল।

 

এবার ‘এ’ দল খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কোরচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। উদ্বোধনী দিনেই পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলবেন সোহানরা। দলগুলোর শক্তি নিয়ে সোহান বললেন, ‘দেখুন, আমরা একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি এবং যেটা বললাম আমি যতটুকু পড়াশোনা করেছি এবছরের দলগুলো খুবই ভালো। অবশ্যই, আমাদের জন্য ভালো একটা সুযোগ এবং আমরা চাইব যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’

সোহান আছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পরও এশিয়া কাপে সুযোগ পাবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। এসব নিয়ে না ভেবে নিজের খেলায় মনোযোগ দিতে চান সোহান, ‘আমি আসলে ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় সামনে যেটা থাকে, ওইটাই ফোকাস করতে চাই। যেহেতু অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টটা খেলতে যাচ্ছি, আমার কাছে পুরো লক্ষ্যটা এখানেই এবং যেটা বললাম আমার কাজটা হচ্ছে মাঠে পারফর্ম করা বা খেলা। অবশ্যই নিজের জায়গা থেকে শতভাগ দেয়ার চেষ্টা করি— কোনো সময় হয় আবার কোনো সময় হয় না।’

সোহানের দাবি, যে যোগ্য, যে ভালো করছে, সে-ই জাতীয় দলে সুযোগ পাওয়ার অধিকার রাখে, “কেউ আমার প্রতিদ্বন্দ্বী- এভাবে দেখি না। আমার মনে হয়, যে ভালো, যে ডিজার্ভ করে সেই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথেই। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, চেষ্টা করি নিজেকে আরও ভালো করার জন্য। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন