লন্ডন, ৫ আগস্ট ২০২৫ :
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাথে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের দুটি ম্যচেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব টিম। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে বিবিসিসিআই প্রথমেই ব্যাট করতে নেমে ১৫ অভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে । জবাবে এলবিপিসি ৩ উইকেট হারিয়ে ১৪ অভারে ১৪৯ রান করে ৭ উইকেটে জয় ছিনিয়ে আনে । প্রেস ক্লাব সদস্য এখলাছুর রহমান পাক্কু ৭০ রানে অপরাজিত থাকেন এবং মারুফ আহমেদ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান। তিনি বলিং করে নেন ১ উইকেট। ৩ আগস্ট রোববার দুপুরে পুর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে জমে উঠেছিল দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট । কমিউনিটির এই দুই সংগঠনের প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য লন্ডন ছাড়াও অন্যান্য শহর থেকে উভয় সংগঠনের সদস্যরা ছুটে এসেছিলেন। বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টর মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ ও ইভেন্টস সেক্রেটারী রুপি আমিনসহ অনেকেই খেলায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স টিমের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ । লন্ডন বাংলা প্রেস ক্লাবের অধিনায়ক ছিলেন ক্নাবের এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল এবং সহ-অধিনায়ক ছিলেন ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন। বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন, দুটো সংগঠনের এই আয়োজন অন্যান্য কমিউনিটি সংগঠনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে । একে অপরের প্রতি সম্মান বজায় রেখে যেকোনো সংগঠন এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে উদ্ধুদ্ধ হতে পারে । ভবিষ্যতে অন্যান্য সংগঠনের টিম খেলতে আগ্রহী হলে আমরা ফ্যাসিলেট করবো।
প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের বলেন, দুই সংগঠনের এই আয়োজন খুবই আনন্দঘন ছিলো। এ ধরনের টুর্নামেন্ট কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে । ভবিবষ্যতে অন্যান্য সংগঠন মিলে হয়তো আমরা আরো বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।
প্রেস ক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ বিজয়ী ও বিজিত দুটো টিমকেই অভিনন্দন জানান। তিনি বলেন, হারজিত বড় কথা নয় । আমরা দুটো সংগঠন মিলে একটি উৎসবমুখর ম্যাচ উপহার দিতে পেরেছি এবং অডিয়েন্স সেটি উপভোগ করেছে- এটাই বড় কথা। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে গুডমেইজ পার্কের উৎসবের আমেজ কমিউনিটিতে অনেকদিন ছড়িয়ে থাকবে বলে আমি আশাবাদী।
বিবিসিসিআই'র ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদী বলেন, প্রবাসে আমাদের কমিউনিটি সংগঠনগুলোর মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তুলতে এই আয়োজন বিরাট বড় ভূমিকা রাখবে ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন