মাইকেল জ্যাকসনের ট্রিবিউট অ্যালবামে গাইবে না বিটিএস

gbn

কিং অব পপ এবং কিংস অব কে-পপ মাইকেল জ্যাকসন ও বিটিএসের সম্ভাব্য গোপন সহযোগিতা নিয়ে সম্প্রতি গুঞ্জন ছড়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে। বলা হয়, বিটিএস নাকি আইরল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে গিয়ে মাইকেলের একটি অপ্রকাশিত গান রেকর্ড করেছে। সেটি থাকবে একটি ট্রিবিউট অ্যালবামে।

কিন্তু এবার বিটিএস কর্তৃপক্ষ এসব খবরকে 'ভিত্তিহীন' বলে সরাসরি অস্বীকার করেছে।

 

বিটিএস-এর সংস্থা বিগহিট মিউজিক তাদের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানায়, বিটিএস মাইকেল জ্যাকসনের ট্রিবিউট অ্যালবামে গাইছে না। সেই প্রজেক্টের সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয়।

তারা আইরল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে যাননি বা সেখানে কোনো রেকর্ডিং সেশনেও অংশ নেননি। এ বিষয়ে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তা বন্ধে আমরা যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

তারা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা আমাদের শিল্পীদের সর্বোচ্চভাবে সহযোগিতা ও সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বর্তমানে বিটিএস সদস্যরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এবং গোপন স্থানে নতুন অ্যালবামের কাজ করছেন। ২০২৬ সালের বসন্তে নতুন অ্যালবাম মুক্তি পাওয়ার কথা। এটাই হবে সব সদস্যের সামরিক দায়িত্ব শেষ হওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম।

সম্প্রতি জে-হোপ ইনস্টাগ্রামে একটি ফটো ও ভিডিও ক্যারোসেল শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সুগা গিটার বাজাচ্ছেন, আরএম রেকর্ডিং বক্সে র‍্যাপ করছেন, জিমিন ও ভি-কে দেখা যাচ্ছে আরামদায়ক পরিবেশে এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়। চার্লি পুথ বিটিএস সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

 

 

 

চার্লির সঙ্গে আগেও জংকুক ‘লেফট এন্ড রাইট’ শিরোনামের গানে কাজ করেছিলেন। নতুন কিছু আসতে পারে এমন ইঙ্গিতেই উচ্ছ্বসিত ভক্তরা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন