জিবি নিউজ24ডেস্ক//
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য এক ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন যেন শুভমান গিলরা। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহ করে ভারত। লিড দাঁড়িয়েছিল ১১৪ রানের। ৫ম দিনের খেলা শেষ হওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়।
প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে ভারত। বিষয়টা খুব বেশি চিন্তার ছিল না তখনও; কিন্তু যখন দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামলো এবং শূন্য রানেই ২টি উইকেট হারিয়ে বসলো, তখনই মহা চিন্তা ভর করেছিল ভারতীয়দের মাথায়।
এরপর তাদের সকল চেষ্টা কেন্দ্রিভূত হয়ে ওঠে টেস্ট বাঁচানোর লক্ষ্যে। শুভমান গিল ও লোকেশ রাহুল মিলে সেই অসম লড়াই শুরু করেন। দুজনের অসাধারণ লড়াই ওয়ে ওঠে ভারতীয়দের প্রেরণার উৎস। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিং করে ম্যাচ ড্র করা মহাকাব্যিকই বটে।
শূন্য রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শুভমান গিল। ৯০ রান করে আউট হন এলকে রাহুল। সেঞ্চুরি করেন শুভমান গিলও। অসাধারণ লড়াই করে সেঞ্চুরি পূরণ করেন ভারত অধিনায়ক। ১০৩ রান করে আউট হন তিনি।
২২২ রানের মাথায় ৪ উইকেট পড়ার পর ভারতীয় দলের হাল ধরেন দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজা। এই দু’জনই সীসাঢালা প্রাচীর তৈরি করেন ইংলিশ বোলারদের সামনে। ক্রিস ওকস, বেন স্টোকস, জোফরা আরচার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন এবং জো রুটরা কোনোভাবেই ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজারা জুটিতে ফাটল ধরাতে পারেনি।
৫৫.২ বলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন তারা দুজন। সেঞ্চুরি করে ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজা দু’জনই। ওয়াশিংটন সুন্দর ১০১ ও রবিন্দ্র জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ভারত করেছিল ৩৫৮ রান। বেন স্টোকস নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে জো রুটের ১৫০ ও বেন স্টোকসের ১৪১ রানের ওপর ভর করে ৬৬৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩১১ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহ করে ভারত। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেন স্টোকস।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন