নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের প্রবীণ মুরব্বি ও লন্ডনপ্রবাসী সাংবাদিক আশফাক জুনেদের চাচা নিজাম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ৮টায় তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৮ জুলাই) বাদ জোহর বোয়ালী বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক আশফাকের চাচা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, দ্য ডেজলিং ডনের প্রকাশক মুনজের আহমদ চৌধুরী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন