ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে চীন।
শুক্রবার (২৬ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা হস্তান্তর করা হয়। এর আগে এ দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
ঢাকার চীন দূতাবাস জানায়, চীনের ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তর এবং উহান থার্ড হাসপাতাল যৌথভাবে এ সহায়তা প্রেরণ করেছে। সরবরাহকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজারের বেশি ওষুধ ও সার্জিক্যাল যন্ত্রপাতি, যা দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবায় ব্যবহার করা হবে।
গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন