সিলেট লেখক ফোরাম ও সিলেট মুসলিম সেন্টার -এর উদ্যোগে পবিত্র কোরআন ও শিক্ষা সামগ্রী বিতরণ

gbn

‘সিলেট লেখক ফোরাম’ ও ‘সিলেট মুসলিম সেন্টার’ -এর উদ্যোগে পবিত্র কোরআন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট লেখক ফোরাম সভাপতি এবং শাহ্ আমিন উল্লাহ মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে শনিবার বিশ্বনাথের শাহ্ আমিন উল্লাহ মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল, ঢাকা-এর সহকারী অধ্যাপক, বিশিষ্ট মরমি কবি ডা. মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী।

বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে মানবজাতির আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে কল্যাণ সাধনা করা। আল কুরআন সেই কল্যাণচিন্তাকেই মানবজাতির সামনে উপস্থাপন করেছে। আল কুরআন যেমন মানবজাতির পরকালীন মুক্তি নিশ্চিত করে, তেমনি দুনিয়াতেও সম্মানজনক জীবন উপহার দেয়। সিলেট মুসলিম সেন্টার কুরআনকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। মানবকল্যাণে নিবেদিত জীবনই সফল জীবন। তাই জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কুরআনকে সঠিকভাবে অনুসরণ করতে হবে।

‘আল কুরআনুল কারিম’ এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী ও শিক্ষানুরাগী শাহ্ আমিন উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক সমাজসেবী ও শিক্ষানুরাগী তাজ উদ্দিন আহমদ, সিলেট মুসলিম সেন্টারের অন্যতম পরিচালক লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল, শব্দকথা ২৪ডটকম এর প্রধান সম্পাদক কবি ও সাংবাদিক সাইফুর রহমান কায়েস, সমাজসেবী মোঃ আজিজ মিয়া।

মাদরাসার সুপার হাফিজ মোঃ ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার জেনারেল কমিটির সভাপতি ওয়ারিছ আলী মেম্বার, মোঃ চুনু মিয়া, কামরুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল করিম, মোঃ আব্দুল মালিক, গৌছ আলী, শমসের আলী, মস্তফা মিয়া, হেলাল আহমদ, ময়না মিয়া শাহ, ইমাম হেলাল উদ্দিন, শাহ মোঃ আছকির মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন মসজিদ, পাঠাগার, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের হাতে পবিত্র কুরআনুল কারিম ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন