Bangla Newspaper

মোহাম্মদ আলী শাহবাব এবং নাহিদ আহমেদ মাহির হত্যার প্রতিবাদে ভয়েস অব জাস্টিস ইউকে কর্তৃক লন্ডন কেমডেন টাউন সুরমা কমিউনিটি সেন্টারে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

219

লন্ডন প্রতিনিধি ।।

মৌলভীবাজারে সম্প্রতি দুইজন ছাত্র মোহাম্মদ আলী শাহবাব এবং নাহিদ আহমেদ মাহির হত্যার প্রতিবাদে ভয়েস অব জাস্টিস ইউকে কর্তৃক লন্ডন কেমডেন টাউন সুরমা কমিউনিটি সেন্টারে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় |
উক্ত সভায় সভাপতিত্ব করেন মো: মবশ্বির আলী এবং সভা পরিচালনা করেন শাহীন আহমেদ |
সভার শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন নিহত মো: আলী শাবাবের ভাতিজা নাসিফ বিন ওমর |
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব জাস্টিস ইউকে সভাপতি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী | বিশেষ অতিথি ও অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন – কেমডেন এর সাবেক মেয়র ও কাউন্সিলর আব্দুল কাদির , মৌলানা রফিক আহমেদ , কবি শিহাবুজ্জামান কামাল, সমাজ সেবক ও লেখক ময়িজ মজুমদার , জয়নাল উদ্দিন , সৈয়দ আহমেদ , মকসুদ আলী, আব্দুল গফুর , জাকির আহমেদ , নিহত মো: আলী শাহবাব  এর বড় ভাই ওমর ফারুক সোহেল , মতচ্ছির মিয়া , জুলিফ খান প্রমুখ | অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – আব্দুল মালিক , জয়নাল আবেদীন সাজন , ইশতিয়াক আহমেদ চৌধুরী , আব্দুস ছামাদ , সেলিম আহমেদ , গউস মিয়া , কবির মিয়া , শওকত আহমেদ , বিলাল মিয়া , শিহাব আহমেদ , শহীদ মিয়া , জসিম আহমেদ , লিয়াকত আহমেদ , মিজানুর রহমান , জুবেল মিয়া সহ আরও অনেকে |
বক্তাগণ পলাতক আসামিদের অতিসত্বর গ্রেফতার করে তাদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং রাজনৈতিক সংগঠনের পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে জেলা শহরে শান্তি শৃঙ্খলার উন্নতি সাধনের জোর দাবি জানান |
সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত ও সার্বিক কল্যাণ কামনা করে এক দোয়া পাঠ করেন কে এম আবু তাহের চৌধুরী | এবং পরিশেষে সকলের মাঝে শিরনি বিতরণ করা হয় |

Comments
Loading...