লেবাননে নিহত ব্রিটিশ নারীর সন্দেহভাজন খুনী গ্রেপ্তার

জিবিনিউজ24 ডেস্ক:লেবাননের ব্রিটিশ দুতাবাসে কর্মরত নারী কর্মকর্তার সন্দেহভাজন খুনীকে আজ সোমবার গ্রেপ্তার করেছে নিরাপত্তা বহিনীর সদস্যরা। গত শনিবার বৈরুতের একটি হাইওয়েতে রেবেকা ডিকস নামে ব্রিটিশ দূতাবাসের ওই নারী কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ।
বৈরুতের একজন পুলিশ কর্মকর্তা রেবেকার হত্যার সাথে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। খবর এএফপি’র।
পুলিশ দাবি করেছে, রেবেকার হত্যার পিছনে কোন রাজনৈতিক কারণ নেই। হত্যার আগে যৌন হয়রানির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
নিহত রেবেকার পরিবার, ইউকে এ্যাম্বেসি ও তার কর্মস্থল ডিএফআইডি তার মৃত্যুতে শোক প্রকাশ করলেও এ হত্যাকাণ্ড সম্পর্কে কোন তথ্য দেয়নি।