নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হবে অবৈধ স্থাপনা: মেয়র আতিক

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদের ডিএনসিসির পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হবে না, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সময় তিনি একথা বলেন।

 

আতিকুল ইসলাম বলেন, নগর পিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। সবার সহযোগিতায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

তিনি বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে। রাস্তা কারও একার জন্য নয়, সবার ব্যবহারের জন্য, তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তারা নিজ দায়িত্বে দখল ছেড়ে দিন।

ডিএনসিসি মেয়র নগরবাসীকে লজ্জা পরিহার করে সুস্থতার জন্য 'দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার' এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়ে বলেন, এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন