করোনার টিকা নিবন্ধন অ্যাপে ৪ কোটি সাইবার হামলা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসের টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপে ৪৮ ঘণ্টায় প্রায় ৪ কোটি বার সাইবার হামলা চালানো হয়। ২০ দেশের অবকাঠামো ব্যবহার করে চালানো ওই হামলার কারণে অ্যাপটিতে সেবা কার্যক্রম বিঘ্নিত হয়।

তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি সূত্র এই তথ্য জানিয়েছে।

 

প্রযুক্তিবিদরা বলছেন, মূলত সুরক্ষা অ্যাপের সেবাকে বাঁধাগ্রস্ত, অ্যাপটি অচল করে দেওয়া, তথ্য চুরি, বাংলাদেশকে বেকায়দায় ফেলা, মুক্তিপণ দাবিসহ একাধিক কারণে এ হামলা চালানো হতে পারে।

সূত্র জানায়, গত ৬ আগস্ট থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ২০ দেশের অবকাঠামো ব্যবহার করে সুরক্ষা অ্যাপে প্রায় চার কোটি বার সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ওই সময়ে ছয় কোটি ১৬ লাখ ৭৪ হাজার জন অ্যাপটিতে হিট করে।

এর মধ্যে প্রকৃত বাংলাদেশ থেকে নিবন্ধনের জন্যে প্রবেশ করেন প্রায় আড়াই কোটি মানুষ। এর বাইরে যারা অ্যাপটিতে প্রবেশ করেছে বা হিট করেছে তাদের সবাই সাইবার হামলাকারী ছিল।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) তারেক এম বরকতউল্লাহ বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ি। দক্ষ কর্মী বাহিনী খুব দ্রুত সময়ের মধ্যে হ্যাকারের হাত থেকে রক্ষা করে সুরক্ষা অ্যাপকে। আমাদের পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ভিয়েতনামসহ ২০ দেশের অবকাঠামো ব্যবহার করে এ হামলা চালায় হ্যাকাররা।

এ ধরনের হামলা যেন না হয় সেই প্রস্তুতি শুরুতে কেমন ছিল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুরুতে আমরা ভেবেছিলাম বিমানবন্দরে প্রবেশের সময় ও বিদেশ ফেরত প্রবাসীদের কাজে লাগবে অ্যাপটি। এ জন্যে কোনো রেস্ট্রিকশন রাখা ছিল না। এ ঘটনার পর সম্পূর্ণটা ঠিক করা হয়েছে। বিদেশ থেকে নিবন্ধনের ব্যবস্থাসহ সব বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত অ্যাপটির মাধ্যমে প্রায় তিন কোটির মতো মানুষ করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করা হয়। এর মাধ্যমে টিকা গ্রহণে আগ্রহীরা নিবন্ধন করার পাশাপাশি টিকা নেওয়ার সনদও তুলতে পারছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিতি থেকে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সুরক্ষা অ্যাপের উদ্বোধন করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন