জিবি নিউজ 24 ডেস্ক //
সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে কটুক্তির শিকার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। নিতান্ত কদর্য ভাষায় আক্রমণ করা হয় টিম ইন্ডিয়ার তারকা পেসারের স্ত্রী'কে।
শামির সঙ্গে হাসিনের দাম্পত্যকলহের কথা এতদিনে কারো অজানা নয়। অভিযোগ, পাল্টা অভিযোগের বেড়া টপকে একসময় রীতিমতো কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছিল দু'পক্ষ থেকেই। বিতর্কিত সেই অধ্যায়ে এখনো যবনিকা পড়েনি। তবে ব্যক্তিগত জীবনে ব্যস্ত রয়েছেন শামি এবং হাসিন দু'জনেই।
হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয়। তিনি প্রায়শই নিজের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। অতীতে তাকে বেশ কয়েকটি পোস্টের জন্য হুমকির মুখেও পড়তে হয়েছিলো। কখনো রাম মন্দিরের ভূমি পুজোর শুভেচ্ছা জানিয়ে খুন-ধর্ষণের হুমকি পেয়েছেন। আবার কখনো মুখে ফেসপ্যাক লাগিয়ে ছবি পোস্ট করার জন্য কটাক্ষের শিকার হয়েছেন।
তবে সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে নিতান্ত কটু ভাষায় আক্রমণ হজম করতে হয় হাসিনকে। কোনো ক্যাপশন ছাড়াই ইনস্টাগ্রামে নিজের একটি সাহসী ছবি পোস্ট করেন হাসিন। যার পরেই কমেন্ট উড়ে আসে, ‘এখন পুরো কাপড় খুলে দেহব্যবসা শুরুর সময়।’ হাসিনকে জিজ্ঞাসাও করা হয় যে, শামি আর ফোন-টোন করে তার খোঁজ-খবর নেন কিনা।
মোহাম্মদ শামি এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ব্যস্ত। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শামি ৪টি উইকেট নেন। পরে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ৪টি উইকেট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন