সিলেটে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

gbn

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টায় নগরীর রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয়  কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
সিসিকের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি। সিলেট সিটি কর্পোরেশন ২৭ ওয়ার্ডের ৮১ কেন্দ্রে একসাথে এই ক্যাম্পেইন শুরু হবে।
ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে ২৫ বছর বা তদূর্ধ্ব বয়সের নাগরিক এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবেন। এছাড়া যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন তাদের নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
৬ আগষ্ট (শুক্রবার) সকাল সাড়ে দশটার দিকে সিলেটে আরো ২ লাখ ৯১ হাজার ৬শ ডোজ ভ্যাকসিন এসে  পৌছেছে।  যার মধ্যে ৯৪ হাজার ৮শ’ মর্ডানা, ১ লাখ ৬৮ হাজার ৮শ’ সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার ২য়  ডোজের টিকা ২৮ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের সহকারি পরিচালক ডা. নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন