রণবীরের সঙ্গেই চুটিয়ে প্রেম করবেন আলিয়া

 জিবিনিউজ 24 ডেস্ক //

নতুন ছবির পরিচালনার কথা ঘোষণা করতেই শুরু হয়ে গিয়েছিলো জল্পনা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে তাও আবার করণ জোহরের পরিচালনায় ছবির সুযোগ হাতে পাওয়া অভিনেতাদের কাছে কিছুটা চাঁদ পাওয়ার মতোই। তাই কানাঘুষো চলছিলো, কার ভাগ্যে শিঁকে ছিড়লো!

করণ জোহরের ছবিতে দেখা যাবে কোন দুই মুখকে। যদিও খবর ফাঁস হয়ে গিয়েছিলো সকালেই। রণবীর আর আলিয়াকে নিয়ে 'রকি অওর রানি কী প্রেম কাহানি' তৈরি করতে চলেছেন করণ জোহর। শুধু দরকার ছিল অফিসিয়াল শিলমোহরের।

 

মঙ্গলবার সকালেই নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ২০ সেকেন্ডের টিজার প্রকাশ করলেন করণ। যাতে ছবির নাম ও কাস্টিং প্রকাশ করা হলো।

ভিডিওটি শেয়ার করে করণ জোহর লিখেছেন, ‘ফের ক্যামেরার পিছনে ফিরতে পেরে রোমাঞ্চিত, তাও আবার আমার পছন্দের মানুষগুলোর সঙ্গে। আসছে রকি অওর রানি কী প্রেম কাহানি, নাম-ভূমিকায় রণবীর সিং ও আলিয়া ভাট। চিত্রনাট্যে ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়।’

প্রসঙ্গত, ‘গল্লি বয়’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। করণের প্রযোজনায় ‘তখত’ ছবিতেও তাদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। সেই হিসেবে এটি জুটির তৃতীয় ছবি। দীর্ঘ পাঁচ বছর পর ফের একবার পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর।

করণ গতকালই জানিয়েছিলেন, বরাবরই তার প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে গত বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনকে আরো প্রতিষ্ঠিত করতেই মগ্ন ছিলেন তিনি। কিন্তু এবার ফিরবেন পরিচালনায়। শোনাবেন ভালোবাসা আর পরিবারের গল্প। ২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে তাকে শেষ দেখা গিয়েছিলো পরিচালকের কুর্সিতে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন