‘হয়তো বাবা হচ্ছি’, পোস্ট করতেই ট্রোলড নোবেল

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

গায়ক মাইনুল আহসান নোবেল আর বিতর্ক একসময় প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছিলো। বাংলাদেশি গায়কের ইমেজেও বিতর্কের দাগ যেন ফেভিকলের মজবুত জোর। নইলে নির্ভেজাল সুখবর পোস্ট করেও কি আর বিদ্রুপের শিকার হতে হয়! এমনটাই ঘটেছে নোবেলের সঙ্গে। নিজের পিতৃত্বের খুশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোলার্সদের নিশানায় তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন- ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’

 

এই পোস্ট দেখে অনেকে শুভ কামনা জানলেও ভেসে আসে বিদ্রুপের বাণী। আসলে নেটিজেনরা আপত্তি তোলেন গায়কের ‘হয়তো’ শব্দের ব্যবহার নিয়ে। কেউ নোংরা প্রসঙ্গ টেনেছেন তো কেউ আবার মজা করে তিরস্কার করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, 'হয়তো কেন? আপনি কি শিওর নন'? ফারিহা মাইমুনা নামের মহিলার প্রোফাইল থেকে প্রশ্ন তোলা হয়েছে- 'আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’

তবে শুধু ট্রোলিংই নয়, অনেকে এই খবরে নোবেল ও তার স্ত্রীকে শুভকামনাও জানিয়েছেন। অনেকে আবার অতীতের উৎশৃঙ্খলতা ভুলে ভালো বাবা হওয়ার পরামর্শও দিয়েছেন। সব মিলিয়ে নোবেলের বাবা হওয়ার খবর পোস্টের পর উপছে পড়ে কমেন্ট বক্স। পরে ট্রোলিংয়ের জেরে পোস্টটি ডিলিট করে দেন হবু বাবা নোবেল।

জি বাংলায় রিয়্যালিটি শো সারেগামাপার হাত ধরে খ্যাতির শীর্ষে উঠেছিলেন নোবেল কিন্তু বিতর্কের ধাক্কায় অনুরাগীদের সে মোহ কাটতে সময় লাগেনি। ২৪ বছর বয়সী এই গায়কের কীর্তিতে সারাক্ষণ শোরগোল নেটপাড়ায়। কখনো বাংলাদেশের রকস্টার জেমসকে জড়িয়ে অশ্লীল পোস্ট তো কখনো ভারতের প্রধানমন্ত্রী মোদিকে টার্গেট। কখনো আবার বাংলাদেশের টিভি সাংবাদিককে মোবাইল ফোনে অপহরণের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শিল্পী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন