পাইকগাছার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোশাক সহ বিভিন্ন উপকরণ বিতরণ

gbn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোশাক সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এলাকার ৬৯জন গ্রাম পুলিশকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাই সাইকেল, পোশাক, টর্চ লাইট, লাঠি ও বাঁশি সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গ্রাম পুলিশদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি কতটা স্বাভাবিক রয়েছে তা অনেকটাই নির্ভর করে গ্রাম পুলিশদের ওপর। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, করোনাকালীন সময়ে চুরি-ছিনতাই সহ ছোট খাটো অপরাধের প্রবণতা বেড়েছে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশদের আরো বেশি সতর্ক থেকে দায়িত্বশীল ভ‚মিকা রাখতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন