পলাশবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উপর হামলার ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা

গাইবান্ধা জেলা প্রতিনিধি//
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ চন্দ্র সাহার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন,পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ও উপজেলা ক্রাইম রিপোর্টার এ্যাসোশিয়েশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন অস¤প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে বদ্ধ পরিকর ঠিক সেই মুহুর্তে সরকারের ছত্রছায়ায় থেকে কতিপয় আওয়ামীলীগ নেতা সরকারের ভাবম‚র্তি ক্ষুন্ন করতে বেপরোয়া হয়ে ওঠেছে।তারা একের পর এক সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। গোবিন্দগঞ্জে যুবলীগ নেতার হাতে হিন্দু মৎস্য ব্যাবসায়ী আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পলাশবাড়ী উপজেলায় কতিপয় আওয়ামীলীগ যুবলীগ নেতার হাতে হিন্দু নেতার হামলার ঘটনায় গোটা গাইবান্ধাবাসীর হৃদয়ে নারা দিয়েছে। অবিলম্বে তারা কতিপয় আওয়ামীলীগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের নীতিনির্ধারকদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মানুষ। উল্লেখ্য ,গত ২০ নভেম্বর পলাশবাড়ী সরকারী খাদ্য গুদাম (এলএসডির) সংরক্ষিত এলাকার ভিতরে সাংবাদিকদের সামনে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশার নির্দেশে উপজেলা যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম ও সহোদর ছোট ভাই সাজাদুল ইসলাম কর্তৃক পলাশবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি শ্রী দীলিপ চন্দ্র সাহার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।