বিয়ে নিয়ে ভাবছি না মোটেও: সৃজিত

জিবি নিউজ ২৪ ডেস্ক//
অনেকদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী-মডেল রাফিয়া রশিদ মিথিলার মন-বিনিময়ের নিয়ে হাওয়ায় উড়ছে নানা গুঞ্জন। এ বিষয়ে অবশ্য দুজনের কেউই সরাসরি মুখ খুলেননি। জানতে চাইলে দুজনেরই একই উত্তর, আমরা একে অন্যের ভালো বন্ধু।
হঠাৎ করেই সোমবার আওয়াজ ওঠে মিথিলা ও সৃজিত বিয়ে করতে চলেছেন।আগামী ২২ ফেব্রুয়ারি তার বিয়ের পিঁড়িতে বসবেন। এ খবর গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনই এ খবরের উৎস। এতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি প্রণয়মালা গাঁথতে চলেছেন মিথিলা ও সৃজিত।
বিয়ের খবরটি ঠিক নয় বলে দাবি করে সোমবার সন্ধ্যায় হোয়াটস অ্যাপ বার্তায় সৃজিত মুখার্জি বলেন, আপনারা ভুল খবর শুনেছেন, এটা মোটেও ঠিক নয়।
হোয়াটস অ্যাপে তার কাছে জানতে চাওয়া হয়, কবে নাগাদ আপনারা বিয়ে করছেন।
সৃজিত বলেন, আসলে বিয়ে নিয়ে এখন ভাবছি না মোটেও। তাই কোনো মন্তব্যও করতে চাই না। নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি।
এ বিষয়ে জানতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।