গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেছেন ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক। বর্তমান সরকার নিরাপদ সড়ক ব্যাবস্থা নিশ্চিত করতেই ট্রাফিক আইন প্রনয়ন করেছে। সড়ক দুর্ঘটনারোধে চালক, মালিক ও পথচারীদের দায়িত্ব রয়েছে। সবাই সচেতন হলে ট্রাফিকের শৃঙ্খলা ফেরানো সম্ভব। সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে পুলিশ দিনরাত কাজ করছে।নতুন ট্রাফিক আইনে শাস্তি ও জরিমানার বিষয় খুব বেশি।আইন সবার জন্য সমান সবাইকে আইন মেনে চলতে হবে।
সোমবার সকালে গাইবান্ধা সদর থানার গুরত্বপূর্ণ সড়কে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা মুলক লিফলেট বিতরন থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি আরো মানুষের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে পুলিশ।সময়ের সাথে সাথে পুলিশের আধুনিকতা ফিরে এসেছে।ঘড়ে বসেই মানুষ এখন পুলিশি সেবা পাচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক গাইবান্ধা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন)নুর মোহাম্মদ, সার্জেন তৌহিদ ছাড়া ও মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।