কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে ক্যাসিনো সামগ্রী আমদানি

—জিবি নিউজ ২৪—
২০১৭ সালের আগস্টে এ থ্রি ট্রেড ইন্টারন্যাশনাল জন্মদিনের সরঞ্জাম, ২০১৭ সালের জুলাই মাসে বি পেপার মিলস লিমিটেড ফার্নিচার ঘোষণা দিয়ে, ২০১৮ সালের মে মাসে ন্যানাথ ট্রেড ইন্টারন্যাশনাল কম্পিউটার মাদারবোর্ড ঘোষণা দিয়ে ক্যাসিনো সামগ্রী নিয়ে আসে। একই বছরে সিক্স সি করপোরেশন ২২টি ক্যাসিনো বোর্ড আমদানি করেছে। ক্যাসিনো সরঞ্জামাদির মধ্যে রয়েছে, স্লট মেশিন, পোকার সেট, মহজং টেবিল, চিপস, ক্যাসিনো ওয়্যার গেইম টেবিল। এসব পণ্যের দাম লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত।