ফকিরহাটের নলধা-মৌভোগে জাতীয় স্যানিটেশন মাস পালিত

ফকিরহাট প্রতিনিধি//
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৪টায় জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া উপলক্ষে র্যালি, হাতধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সকলের হাত পরিচ্ছন্ন থাক’ ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে তুলে ধরে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মুহাম্মসদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি প্রকৌশলী আহাদ উল্লাহ খান ও স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র প্রমূখ। ইউপি সচিব ম. আলতাফ মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা। এসময় সইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন, কওসার আলী মোল্লা, গরুদাশ অধিকারী, সন্ধ্যা রানী মন্ডল, সহকারি প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মুখার্জী, শিক্ষক ইব্রাহীম হোসেন, রিপন মজুমদার সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ###