Bangla Newspaper

সাপাহারে এস সি আর ডি এফ প্রকল্প কারিতাস সভা অনুষ্ঠিত

33

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর সাপাহারে এস সি আর ডি এফ প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল এর উদ্দেগে সদর ইউনিয়নের আর আর এপি অনুমোদন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত
হয়েছে।
১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস সি আর ডি এফ প্রকল্প (কারিতাস রাজশাহী) কর্মসূচী কর্মকর্তা ডঃমিঃআরোক টপ্য,বিশেষ ঐ সভায় বাজেট অনুমোদনের ও সার্বিক ভুমিকায় বক্তব্য রাখেন এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম,অন্যান্যর মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী মাষ্টার, ছয় ইউ পি চেয়ারম্যান,উপজেলা ওসিলিডিএসডি, বিআরডিবি অফিসার আলহাজ্ব সোলাইমান আলী,সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক প্রমুখ। এ সময় এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর সকল ফিল্ড সুপার ভাইজার প্রকল্পের সিও ও ইউনিয়ন টাস্কফোর্স সদস্যগন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments
Loading...