Bangla Newspaper

শিগগিরই বিয়ে করছেন সোনম!

147

জিবিনিউজ24 ডেস্ক:

বলিউড অভিনেত্রী সোনম কাপুর সোশাল মিডিয়ায় বিভিন্ন সময় প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে ছবি পোস্ট করে তার ভক্তদের উজ্জীবিত করে চলেছেন। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর শিরোনামে জায়গা পেয়েছেন এই জুটি।

মাঝে মধ্যেই এই জল্পনা-কল্পনা উসকে দিচ্ছে সোনম ও আনন্দের সোশাল মিডিয়ায় পোস্ট করা কিছু সুখী ছবি। যেমনটি দীপাবলিতে অনিল কাপুরের সঙ্গে আনন্দকে দেখা গেছে।

ব্যস হয়ে গেল সেই ছবি প্রকাশ পেতেই জল্পনা আরো জোরালো আকার ধারণ করেছে। সোনম কাপুর যদিও বরাবরের মতো, সব জল্পনায় জল ঢেলেছেন।

সোনম অবশ্য জানিয়েছেন, আপাতত স্রেফ নিজের কাজেই মনোনিবেশ করতে চান তিনি। অনিল কাপুর কন্যা নিজে এ কথা বললেও, বলিউডে জোর কানাঘুষা চলছে, খুব শিগগিরই এই যুগলের চার হাত এক হতে চলেছে।

আনন্দ আহুজা পেশায় ব্যবসায়ী। তিনি দিল্লিস্থ একটি জুতার ব্র্যান্ডের মালিক। অনেকদিন ধরেই বিভিন্ন সময়ে বহু জায়গায় দুজনকে এক সঙ্গে দেখা গেছে।

Comments
Loading...