খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোন্দকার সাঈদ জানান, ইব্রাহিম খালেদ ভোর ৫টা ৪০ মিনিটে পিজি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় তার মরদেহ রাখা হবে। পরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন