বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ । সোমবার দিবাগত রাত বাংলাদেশ সময় ১.২০মিনিটের দিকে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগাল বিএনপির সভাপতি অলি আহমেদ চৌঃ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, মঞ্জরুল হোসেন জিন্না, শেখ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, পর্তুগালের পোর্তো বিএনপি’র মির্জা হারুন, মামুন হাজারি, নাজির আহমেদ, কাজল আহমেদ, তাজুল ইসলাম, মোয়াজজম হোসেন, কাইয়ুম লিটন, রাহুল নাসির, হাবিবুর রাহমান প্রমুখ। এক শোক বার্তায় এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান